অবাঞ্ছিতা!

সম্প্রতি, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের তরফে প্রকাশিত একটি সমীক্ষার ফলাফল সামনে আসতে- আমাদের এই ‘বেটি বচাও বেটি পড়াও’য়ের দেশে নারী-নিরাপত্তার বিষয়টিকে নিয়ে আবার বোধহয় বেশ কিছু অপ্রিয় প্রশ্ন তোলবার সময় হয়েছে।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 18 August, 2020 | 973 | Tags : girl child marriage drop out patriarchy india